Description
হযরত মুহিউস সুন্নাহ্ শাহ আবরারুল হক রহ. দীনের বিভিন্ন শাখায় যে সংস্কারমূলক অপূর্ব খেদমত আঞ্জাম দিয়েছেন তা কারো অজানা নয়। তাঁর দীনী সংস্কারের প্রভাবেই আজ এ উপমহাদেশের মসজিদ-মাদরাসা মাহফিল-মহল্লায় সুন্নতের চর্চা হচ্ছে। সকল ওয়ায়েজ ও খতিবের আলোচনায় সুন্নাহ প্রসঙ্গে আবশ্যিক অনুষঙ্গ হয়েছে। আমাদের বর্তমান গ্রন্থ “মুহিউস সুন্নাহ রহ. এর দীনী সংস্কার আ‘মালুস সুন্নাহ”। হযরত রহ.-এর সংস্কারমূলক দীনী খেদমতের আলোকে রচিত সমাজের প্রয়োজনীয় প্রায় অর্ধশতাধিক বিষয়ে শর‘ই দিক নির্দেশনা।