Description
ইসলামী ইতিহাসের দুই মহান সিপাহসালার হযরত উসমান গনী রাযি. এবং হযরত মুআবিয়া রাযি. একজন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই সাহেবযাদীর জামাতা, খুলাফায়ে রাশেদীনের অন্যতম খলীফা, দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিত্ব। অপরজন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্যালক খাস দু’আ প্রাপ্ত ওহী লেখক এবং অকুতোভয় সিপাহসালার। একদিকে আটলান্টিক তীর অপর দিকে চীনের প্রাচীর পর্যন্ত বিজয় অভিযান পরিচালনা করে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। কিন্তু ইতিহাসের পাতায় তারা বড়ই মজলুম। সাবায়ী, রাফেজী আর খারেজীদের অপপ্রচারের স্বীকার তারা। সাবায়ীদের সুরে সুর মিলিয়ে আমাদের দেশেরও কিছু স্বঘোষিত তথাকথিত ইসলামী চিন্তাবিদ (?) ও শরীক হয়েছেন সেই অপপ্রচারে।
তাদের সেই অপপ্রচারে বিভ্রান্ত হয়ে ইসলামী ইতিহাস বিস্মৃত সরলমনা অনেক মুসলমান উক্ত মহান সাহাবীদ্বয়ের রাযি. প্রতি পোষণ করছেন এমন কিছু খেয়াল যা ঈমান বিধ্বংসী বটে। তাই নিজ নিজ ঈমানের হেফাযতের জন্য এই সাহাবীদ্বয় রাযি. সম্পর্কে দিল পরিষ্কার রাখা একান্তই জরুরী। আর সেজন্য জানা দরকার তাদের ‘আসল ইতিহাস।
হযরত মুফতী সাহেব দা. বা. অনেক মেহনত করে সেই ‘আসল ইতিহাসকে তুলে ধরেছেন জাতির সামনে। ইসলামী খেলাফত ধ্বংসের জন্য প্রকৃত দায়ী কারা? হযরত উসমান রাযি. এবং হযরত মুআবিয়া রাযি. সম্পর্কে যে অপবাদ আরোপ করা হয় তার বাস্তবতাই বা কতটুকু ? এসব নিয়ে তিনি চুলচেরা বিশ্লেষণ করেছেন আলোচ্য গ্রন্থে। নিজের ঈমানের হেফাযতের জন্য এর এক কপি সকল মুসলমানের নিকট থাকা জরুরী। বইটির কয়েকটি মুদ্রণ অতি দ্রুত শেষ হয়ে যাওয়ার পর বর্তমানে চতুর্থ সংস্করণ পাঠকদের হাতে তুলে দিতে পারছি।