Description
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব দামাত বারাকাতুহুম এর খুবই তাৎপর্যপূর্ণ কিতাব এই “ইসলামী যিন্দেগী”। কিতাবের ভাষা এতই চমৎকার এবং সাবলীল কেমন যেন হযরতওয়ালা নিজে কথা বলছেন। সুবহানাল্লাহ। সকলের উচিত কিতাবটি সংগ্রহ করে নিজে পড়া এবং অন্যকে শুনানো।