দাওয়াতুল হক কি ও কেন?

৳ 20.00

লেখকঃ মুফতী মনসূরুল হক সাহেব দামাত বারাকাতুহুম।

Description

হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহ. ছিলেন গত শতাব্দীর মুজাদ্দিদ বা দীনী সংস্কারক। গভীর পর্যবেক্ষণ ও পর্যাপ্ত গবেষণার পর তিনি উম্মতের দীনী যিন্দেগীর কিছু ভুল-ভ্রান্তি চিহ্নিত করেন। অতঃপর সেগুলোর সংশোধনকল্পে এবং উম্মতের দীনী জীবনে পূর্ণতা আনয়নের লক্ষ্যে কয়েকটি কার্যক্রম হাতে নেন। উম্মতের সামনে দলীল-প্রমাণের আলোকে ঈমান, কুফর ও শিরক-বিদআতের পূর্ণাঙ্গ রূপ তুলে ধরা, তাজবীদ অনুযায়ী বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষাদান, সকল আমলের পূর্ণাঙ্গ সুন্নাত তরীকা পেশ করে তার অনুসরণে উদ্বুদ্ধকরণ এবং মুনকারাত তথা হারাম, মাকরূহে তাহরীমী ও নাজায়িয কাজ সম্পর্কে অবহিতকরণ ছিল সেগুলোর অন্যতম। উলামায়েকেরামের পরামর্শে তিনি এই মুবারক মেহনতের নাম দেন মজলিসে দাওয়াতুল হক। বস্তুত এটি ছিল একটি ইলহামী মেহনত যা আল্লাহ তা‘আলা হযরত থানবীর অন্তরে ঢেলে দিয়েছিলেন। হযরত থানবী রহ.এর জীবদ্দশাতেই তার খোলাফায়েকেরাম নিজ নিজ অঞ্চলে দাওয়াতুল হকের কাজে আত্মনিয়োগ করেন। এ ধারাবাহিকতায় আমাদের দেশেও হযরত থানবী রহ.এর এদেশীয় খলীফাবৃন্দ নিজ নিজ সাধ্য অনুযায়ী এই মহান খিদমত আঞ্জাম দিয়ে গেছেন। কিন্তু ব্যাপকভাবে এই মেহনতের সঙ্গে এদেশের উলামায়ে কেরামকে পরিচয় করিয়ে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছিলেন হযরত হাফেজ্জী হুযূর রহ.।

বক্ষ্যমান রেসালাটি দাওয়াতুল হক বিষয়ক একটি বয়ানের লিখিত রূপ। মুহিউস সুন্নাহ হযরত হারদুয়ী রহ. এর মুবারক সুহবত থেকে দাওয়াতুল হক সম্পর্কে আমি যতটুকু অবগতি লাভ করতে সক্ষম হয়েছি তার সারসংক্ষেপ এখানে আলোচনা করা হয়েছে। এতে মজলিসে দাওয়াতুল হকের পরিচয়, উৎপত্তি, কার্যক্রম ও ক্রমবিকাশ তুলে ধরা হয়েছে। আশা করি এর মাধ্যমে উলামায়েকেরাম ও জনসাধারণ দাওয়াতুল হক সম্পর্কে অবগতি লাভ করতে পারবেন এবং দাওয়াতুল হক বাংলাদেশের মুহিব্বীন ও কর্মীবৃন্দ কাজের পদ্ধতি সম্পর্কে ওয়াকিফহাল হতে পারবেন।