Out of stock
 

বিভিন্ন ধর্ম গ্রন্থে মুহাম্মাদ

৳ 35.00

লেখকঃ হযরত মুফতী মনসূরুল হক দামাত বারাকাতুহুম।

Out of stock

Description

আমাদের দায়িত্ব হলো- নিজেদের ঈমানকে মুকাম্মাল করার প্রচেষ্টার পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের কাছে ইসলামরে সভ্যতা-আদর্শ ও সত্যতার উপর অনুপ্রাণিত করে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করা। তবে নিশ্চয় সেটার মূল পুঁজি হবে আখলাকিয়্যাত। সেই সাথে মুসলমানদের এটা অবশ্যই প্রমাণিত করতে হবে যে, ‘ইসলাম যিন্দা হোয়া হ্যায় আখলাক ছে, না তলওয়ার ছে।’

অধুনা সাধারণ শিক্ষিতদের অনেকে বাংলা কুরআন পড়ে বিজ্ঞের মত বলে থাকেন আল্লাহ কি বলেন নি-   لَكُمْ دِيْنُكُمْ وَلِيَ دِيْن

অর্থ: ‘তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে।’ তবে অন্য ধর্মাবলম্বীদের আমাদের ধর্মের প্রতি দাওয়াত দেওয়ার কি প্রয়োজন?

জবাবে আমরা এ কথা বলব না যে আপনি ভুল বলেছেন, বলব আপনি এর মর্মার্থ বুঝতে সক্ষম হননি, কেননা এর মর্মার্থ হল- কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না।

আর যদি মেনেও নেয়া হয় তবে সে ক্ষেত্রে প্রশ্ন জাগে, আল্লাহতো এটাও বলেছেন যে, بَلِّغْ مَا اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبَّك

অর্থ: “ তোমার প্রভুর পক্ষ থেকে যা তোমার কাছে পৌঁছানো হয়েছে তুমি তা মানুষের কাছে পৌঁছে দাও।” তাহলে এ কথার কি অর্থ? কাজেই আমাদের আরও শিখতে হবে, জানতে হবে আরও অনেক কিছু। আর এর জন্য দীনী কিতাবাদী পড়ার কোন বিকল্প নেই।

* আমাদের স্মরণ রাখতে হবে যে, আজ অমুসলিমদের ইসলাম কবূল করার পথে প্রধান অন্তরায় মুসলমানরা। কেননা কিতাবের ইসলামের সাথে তাদের চরিত্রের কোন মিল নাই। কুরআনে কারীমে ইরশাদ হচ্ছে-

لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَ‌سُولِ اللَّـهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْ‌جُو اللَّـهَ وَالْيَوْمَ الْآخِرَ‌ وَذَكَرَ‌ اللَّـهَ كَثِيرً‌ا ﴿٢١﴾

অর্থ: ‘তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। (সূরা আহযাব-২১)

হযরত সাহাবায়ে কিরাম রাযি., সেই আদর্শে আদর্শবান হয়েছিলেন বলেই সারা বিশ্বের আনাচে-কানাচে ইসলামের দাওয়াত পৌঁছাতে সক্ষম হয়েছে। চীন, আফ্রিকা সহ বিশ্বের অনেক জায়গায় তাদের কবর পাওয়া যায়। আজ আমরা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের আদর্শ থেকে অনেক দূরে ছিটকে পড়েছি। নবীর অনুপম আদর্শকে আমরাই জবাই করে দাফন করছি, এবং তদস্থলে অভিশপ্ত ও পথভ্রষ্ট লোকদের চাল-চলনকে আধুনিকতার নামে অন্ধ ভাবে গ্রহণ করছি এবং তাতেই ইযযত, শান্তি ও সফলতা খুঁজছি। আমাদের হীনমন্যতা আজ চরম সীমায় পৌঁছেছে। আমাদেরকে সারা বিশ্বের মানবমন্ডলীর কল্যাণার্থে সৃষ্টি করা হয়েছিল,

كُنتُمْ خَيْرَ‌ أُمَّةٍ أُخْرِ‌جَتْ لِلنَّاسِ تَأْمُرُ‌ونَ بِالْمَعْرُ‌وفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ‌ وَتُؤْمِنُونَ بِاللَّـهِ ۗ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرً‌ا لَّهُم ۚ مِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُ‌هُمُ الْفَاسِقُونَ ﴿١١٠  ﴾(সূরা আলে ইমরান-১১০)

অথচ সে কথাও আজ আমরা ভুলে গেছি। আর এ সব কিছুর কারণ, আমরা কুরআন ও হাদীসের ইল্‌ম থেকে উদাসীন। তাই আমাদের কর্তব্য, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের আদর্শে আদর্শবান হওয়া। আর তখনই আমাদের দেখে অসংখ্য অমুসলিম ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়ে উভয় জগতে ধন্য হবে।