Description
মুজাদ্দিদে দ্বীন মুহিউসসুন্নাহ হযরত শাহ্ সায়্যিদ হাফিয ক্বারী শাইখুল হাদীস মাওলানা মুফতী আবরারুল হক রহ. (মৃত ১৭ মে, ২০০৫ ইং) এর ব্যক্তিত্ব দ্বীনদার ও উলামায়ে কিরামের মহলে অতি প্রসিদ্ধ, নতুন করে পরিচয় দেয়ার প্রয়োজন নেই।
আল্লাহ তা‘আলার মেহেরবানী যে, তাঁর প্রতি অগাধ ভালবাসা অন্তরে আছে এবং ভারতের হারদুঈ জেলা শহরে তাঁর খানকায় অনেকবার হাজির হওয়ার তাওফীক হয়েছে। এ দেশেও হযরতওয়ালা যতবার তাশরীফ এনেছেন তাঁর সুহবতে বসার সৌভাগ্য লাভ হয়েছে। এ সব কারণে তাঁর মূল্যবান কথাগুলি মুসলিম মিল্লাতের কাছে পৌঁছে দেয়ার এক অদম্য আগ্রহ অন্তরে বিরাজমান, যাতে বান্দা নিজে এবং সর্বস্তরের মুসলমান উপকৃত হতে পারেন। সে লক্ষ্যে হযরতওয়ালার সুহবতে সরাসরি যে সব কথা শুনার তাওফীক হয়েছে তার থেকে কিছু কথা সংক্ষেপ করার লক্ষ্যে পৃথকভাবে নোট করেছিলাম এবং মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের পক্ষ থেকে যে সব কিতাব-পত্র প্রকাশ করা হয়েছে সেখান থেকেও কিছু কথা নির্বাচন করে তার সাথে যোগ করে “মালফূযাতে মুজাদ্দিদে দ্বীন” নামে প্রকাশ করার ইচ্ছা করেছি। আল্লাহ তা‘আলা পূর্ণতা দেয়ার মালিক।
-মুফতী মনসূরুল হক