সন্তানের শ্রেষ্ট উপহার

৳ 45.00

লেখকঃ হযরত মুফতী মনসূরুল হক দামাত বারাকাতুহুম।

Description

দীনের ইলম না থাকার কারণে অসংখ্য পিতা-মাতা নিজেদের এবং সন্তানদের কল্যাণ কামনায় ভুল পথে হাজার হাজার টাকা ব্যয় করছে। কিন্তু এর দ্বারা প্রকৃত কল্যাণ কেউ হাসিল করতে পারছে না, বরং সমস্যা দিন দিন আরো ঘোরতর হচ্ছে। অতএব, মূল সমস্যা কি তা জেনে সঠিক পথে সন্তানদের পরিচালনা করতে হবে। সময় ও সুযোগ থাকতেই এ নিয়ামতের শুকরিয়া আদায় করা অতি আবশ্যক।

এদিকে লক্ষ্য রেখেই আমরা সন্তানের কল্যাণ কামনার প্রকৃত স্বরূপ কি হবে, কোন পথে তাদেরকে পরিচালিত করলে তারা আমাদের উভয় জাহানের সফলতার প্রতীক হবে, পিতা-মাতার উপরে সন্তানের হক কি, এসব বিষয়গুলো বিশদভাবে অত্র পুস্তকে আলোচনা করতে সচেষ্ট হয়েছি। আশা করি- এ পুস্তক সকল পিতা-মাতার জন্য সন্তানদের মানুষ করার ব্যাপারে দিক নির্দেশনা দিবে। আল্লাহ পাক আমাদের এ মেহনতকে কবুল করুন এবং সকল পিতা-মাতাকে কল্যাণের সঠিক পথে চলার তাওফীক দান করুন ।

-মুফতী মনসূরুল হক