Description
বর্তমান বাজারে প্রচলিত গতানুগতিক ধারার বিপরীতে এটি একটি ব্যতিক্রমধর্মী প্রমাণ সমৃদ্ধ কিতাব, যাতে মুসলমানদের মাঝে বাহ্যতঃ সংঘর্ষপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসাইল ছাড়াও স্থান পেয়েছে এমনকিছু গুনাহের ব্যাপারে আলোচনা, যেগুলো মুসলমানদের মাঝে ব্যাপক হারে বিরাজমান।
কিতাবটির নাম “হাদীসে রাসূল ﷺ ” হলেও এতে শুধু কিছু হাদীস জমা করে দেয়া হয়েছে এমন নয়। বরং একটা নির্দিষ্ট নীতিমালার আলোকে মাসাইলগুলোকে প্রমাণ সমৃদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আমাদের আত্মবিশ্বাস এ ধরণের রচনা বাংলা ভাষায় বাজারে এটি প্রথম না হলেও প্রথম সারির তো অবশ্যই।