Terms & Conditions

১. আপনি যে পন্যের ওর্ডার করবেন সেই পন্যের মূল্য সহ আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে।

২. ঢাকার জন্য অল্প কয়েকটি কিতাব হলে ১০০ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। এর ব্যতিক্রম হলে ডেলিভারি চার্জ কত তা ফোন করে জেনে নিতে হবে। আমরা স্বাভাবিক নিয়ম অনুযায়ী ১০০ টাকা উল্লেখ করেছি। যেহেতু কিতাবের সাইজ কোন নির্দিষ্ট পরিমানে হয় না তাই সঠিক ডেলিভারি চার্জ বলা মুশকিল।

৩. ঢাকার বা বাংলাদেশের বাহিরে হলে ওজন এবং দূরত্ব অনুযায়ী ডেলিভারি চার্জ দিতে হবে ।

৪. পন্য আপনার পর্যন্ত পৌছাতে, ঢাকার মধ্যে ২/৩ দিন আর ঢাকার বাহিরে বা দেশের বাহিরে হলে দূরত্ব অনুযায়ী সময় লাগবে।

৫. টাকা বিকাশের মাধ্যমে বিকাশ চার্জ সহ পাঠাতে হবে। বিকাশ নাম্বার: 01611 162 167.

৬. প্রয়োজনে ফোন করে আপনি আপনার মোট খরচ জানতে কল করতে পারেন। বা ইমো, ভাইবার, ওয়াটস এ্যাপের মাধমে টেক্সট করে জেনে নিতে পারেন। যদি ফোন রিসিভ না করা হয় সেই ক্ষেত্রে ইমেইল (mr1317@gmail.com) বা ইমো, ভাইবার, ওয়াটস এ্যাপের মাধমে টেক্সট করতে পারেন।

৭. আগে মোট বিল যা হয়েছে তা বিকাশ করে পাঠাতে হবে এবং আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা পাঠাতে হবে। তারপর আপনার পন্য আপনার ঠিকানায় পাঠানো হবে।